গলায় মাছের কাঁটা বিঁধলে কি করবেন?

ডাঃ অর্জুন দাশগুপ্ত



শান্ত হোন। 

ছোটো ছোটো টুকরো পাউরুটি আস্তে আস্তে চিবিয়ে খান। কলা, ভাত অল্প করে খেয়ে দেখতে পারেন। প্রচুর জল খাবেন।

যদি না যায় তবে কোনো কিছু দিয়ে খোঁচাখুঁচি বা আঙ্গুল দিয়ে বার করার চেষ্টা করবেন না। হিতে বিপরীত হবে।

দিনের বেলা হলে ডাক্তারের কাছে যান। রাত হলে একটু উষ্ণ নুন জলে গার্গল করুন আর একটা যে কোনো জ্বর, ব্যথার ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ুন। ঘুমের মধ্যে মাংসপেশী শিথিল হলে নিজেই অধিকাংশ সময়ে বেরিয়ে যায়।


পরের দিনও যদি গলায় খচ খচ করে?


এমন হতেই পারে কাঁটা বেরিয়ে গেছে। গলার অনুভূতি খুব প্রবল। আপনার হাতে কোনো চুল পড়লে আপনি টেরও পাবেন না, কিন্তু জিভে চুল পড়লে কটা চুল তাও বলে দিতে পারবেন। তাই গলায় কাঁটা বিঁধলে, বেরিয়ে গেলেও গলা অনেক্ষন সেটা মনে রাখে আর খচখচ করে।

তবে ডাক্তার দেখানো উচিত


ডাক্তার কি করবে?


ইএনটি ডাক্তার বেশিরভাগ সময়েই চেম্বারে কাঁটা বার করে দিতে পারবেন। তবে খুব অল্প কিছু ক্ষেত্রে অজ্ঞান করে বার করতে হলেও হতে পারে।


কাঁটা গলাবার জন্য কিছু ওষুধ খাবেন কি?


মাছের কাঁটা বাথরুম পরিষ্কার করার মিউরিয়াটিক এসিড বা সালফিউরিক এসিডে চুবিয়ে রাখলেও না গলতে পারে। তাই কোনো ওষুধ দিয়ে কাঁটা গলে যাবে এটা বিভ্রান্তিমূলক প্রচার।

কাঁটা বেরোবার হলে বেরিয়ে যাবে । কোনো ওষুধ খেয়ে সময় নষ্ট করবেন না। কাছাকাছি ইএনটি ডাক্তারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব চলে যান।

No comments:

Bottom Ad [Post Page]